টাঙ্গাইল জেলার আর্ন্তগত কালিহাতী উপজেলাধীন (দূর্গাপুর ইউনিয়নের) বর্তমান গোহালিয়াবাড়ী ইউনিয়নে অবস্থিত, স্বাধীন বাংলার স্থপতি, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, স্বাধীন বাংলার রুপকার, জাতির পিতা মুরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে নামকরণ কৃত বাংলাদেশের ঐতিহাসিক শ্রেষ্ঠ স্থাপনা বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) পূর্ব প্রান্তে গোল চত্তর থেকে ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে গরিলাবাড়ী, সরিফাবাদ, ডুরিয়া, যমুনাবালী, বেলটিয়া নামক গ্রামের ধর্মপ্রান মুসলমানগণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি, সাধারন শিক্ষায় যাতে অবহেলিত ও চর এলাকায় মানুষের সন্তানেরা যাতে শিক্ষা অর্জন করিতে পারে। এমন চিন্তা-চেতনা নিয়ে-গরিলাবাড়ী গ্রামের মরহুম-গঞ্জের সরকার জমিদাতা, মরহুম মোস্তফা সরকার প্রতিষ্ঠাতা, মোঃ শামছুল হক তালুকদার, মরহুম গোলাম হোসেন মির্জা, মরহুম মাওলানা নুরুল ইসলাম (প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট), মৌলভী মরহুম মফিজ উদ্দিন, মরহুম চাঁন প্রামানিক, মরহুম ওয়াজেদ আলী সরকার, অক্লান্ত পরিশ্রমে অত্র গরিলাবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘরঃ সিংগুলী, উপজেলাঃ কালিহাতী, জেলাঃ টাঙ্গাইলে-১৯৫৮ ইং সালে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
নোটিশ
Usefull Link
About Institute
Academic
-
NewNotice
-
-
-